পাকিস্তান বনাম শ্রীলংকা ২য় ওয়ানডে ম্যাচ টিম নিউজ ও প্রেডিকশন
তারিখ ও সময়ঃ ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা
ভেন্যুঃ ন্যাশনাল স্টেডিয়াম করাচী
নিউজঃপাকিস্তান বনাম শ্রীলংকা ১ম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারনে বাতিল হয়েছিল । আজ এই সিরিজের ২য় ম্যাচ নিয়ে করাচীর দর্শক এবং দুই টিমই খুব আশাবাদী। করাচিতে শেষ ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল প্রায় দশ বছর হয়ে গেছে । এই সময়টিতে তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেছে, একটি প্রজন্ম বড় হয়েছে এবং ওয়ানডে খেলাটি আরো জনপ্রিয়তা পেয়েছে ।
টিম নিউজঃ পুরাতন কোচ, সিলেকশন কমিটি চলে যাওয়ায় নতুন সবকিছু পাকিস্তানের । কিন্তু ক্যাপ্টেন সেই সরফরাজ ই রয়েছেন । এখন কথা হচ্ছে বিশ্বকাপের ব্যার্থতার পরে সরফরাজ কতটুকু সফল হতে পারেন সেটাই । অপরদিকে শ্রীলংকা ওয়ানডেতে তাদের দল নিয়ে সন্তুস্ট নয়। তারউপরে তারা পাকিস্তানে পাঠিয়েছে কিছুটা দুর্বল টিম । এখন দেখা যাক তারা কতটা সফল হতে পারে এই সিরিজে ।
শ্রীলঙ্কা সম্ভাব্য লাইনআপ :
লাহিরু থিরিমান্ন (অ), দানুশকা গুণাথিলাকা, অবিশ্খা ফার্নান্দো, সাদেরা সামারউইকক্রমা (কিপার), ওশদা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, দাশুন শানাকা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসরঙ্গা, লক্ষণ। সান্দাকান, নুয়ান প্রদীপ
পাকিস্তান সম্ভাব্য লাইনআপ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অ & কিপার), আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির, উসমান শিনওয়ারী
আবহাওয়া & পিচ
ম্যাচের আগে ভারী বৃষ্টি হচ্ছে, যার অর্থ একটি ভেজা আউটফিল্ড খেলাকে হতাশ করতে পারে। কিন্তু খেলা শুরু হলে পিচটি সীম বোলিংয়ের পক্ষেও উপযুক্ত হতে পারে।
1xbet প্রেডিকশন & বেটিংঃ 1xbet বিশেষজ্ঞ দের মতে এই ম্যাচটি পাকিস্তানের জেতার সম্ভাবনা সবথেকে বেশি । চলুন দেখে নেয়া যাক বেটিং দর কি বলছে ।
পাকিস্তানঃ ১.১৭
শ্রীলংকাঃ ৫
Comments
Post a Comment