জিম্বাবুয়ের সদস্য পদ বাতিল করলো আইসিসি (ICC)

Follow my blog with Bloglovin

জিম্বাবুয়ে ক্রিকেটের সদস্য পদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটির ক্রিকেট বোর্ডকে এখন থেকে আর কোনো অনুদানও দেবে না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এছাড়া আইসিসির কোনো ইভেন্টেও অংশগ্রহণ করতে পারবে না তারা। এর ফলে আসছে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা নিয়ে ঝুঁকিতে পড়লো জিম্বাবুয়ে

earn money in online- https://bit.ly/2R3mxfn (Promo- 1x_65189)

বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বোর্ড মিটিং শেষে এমন সিদ্ধান্ত দেওয়া হয়। সেখানে এক বিবৃতিতে বলা হয়, বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে না পারায় টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হয়েছে।


আইসিসির তরফ থেকে জানানো হয়, জিম্বাবুয়ে ক্রিকেট আইসিসির সংবিধানের ধারা (সি) এর ২.৪ ও ধারা (ডি) লঙ্ঘন করেছে। যেখানে জুন মাসে জিম্বাবুয়ে সরকার দেশটির পুরো ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা করে একটি মধ্যবর্তী কমিটি করে দেয়।


জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে আইসিসি আগামী তিন মাসের মধ্যে নির্বাচিত দায়িত্বে দেখতে চায়। অক্টোবরের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।


আইসিসি অবশ্য মন ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জিম্বাবুয়ে সরকার ও বোর্ডের প্রতিনিধিদের বক্তব্য শুনেছে।

ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল ধরনের খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn  আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)


Comments