ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশের নাম প্রকাশ

সেমিফাইনাল ও ফাইনাল মিলে আরও তিনটি ম্যাচ বাকি বিশ্বকাপের। যদিও ইতোমধ্যে রাউন্ড রবিন লিগের ইতি ঘটায় ছয়টি দলকে ফিরে যেতে হয়েছে নিজ নিজ দেশে। সেমিফাইনালের আগের পারফরম্যান্স বিবেচনা করে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপের একাদশ বাছাই করেছে।






আর সেই একাদশে মাত্র একজন বাংলাদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন। বলা বাহুল্য, পুরো বিশ্বকাপ জুড়েই নিয়মিত ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন টাইগারদের একজনই- দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাইকৃত বিশ্বকাপ একাদশেও বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা হয়েছে এই অলরাউন্ডারের।




বাছাইকৃত এই একাদশে অস্ট্রেলীয় ক্রিকেটার রয়েছেন তিনজন। এছাড়া দুইজন করে ক্রিকেটার পাকিস্তান ও নিউজিল্যান্ডের এবং বাংলাদেশের মত একজন ক্রিকেটার পাকিস্তানের।



দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। দলের সীমাবদ্ধতা ও সীমিত শক্তিমত্তা নিয়েও সেমিফাইনালে নিয়ে যাওয়ায় তার অধিনায়কত্বই বেশি মনে ধরেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশ বাছাই করা প্যানেলের। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়া অ্যালেক্স ক্যারি। বিরাট কোহলি জায়গা পাননি একাদশে। ব্যাটিং উদ্বোধনীতে রোহিত শর্মার সঙ্গী ডেভিড ওয়ার্নার।


ওয়ান ডাউনে উইলিয়ামসন থাকায় সাকিবকে রাখা হয়েছে চারে। অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের বেন স্টোকসও। মিচেল স্টার্ক, লকি ফার্গুসন, জাসপ্রিত বুমরাহ ও শাহীদ শাহ্‌ আফ্রিদিকে নিয়ে সাজান হয়েছে বোলিং লাইনআপ।





একনজরে ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা একাদশ- রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, লকি ফার্গুসন, জাসপ্রিত বুমরাহ, শাহীন শাহ্‌ আফ্রিদি।



আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn  আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)

Comments