আমি পুরো দায়ভার নিচ্ছি: মাশরাফি !

বিশ্বকাপে বাংলাদেশ দল প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি। শক্তিশালী দল নিয়েও মাঠে গড়ান আটটি ম্যাচের মধ্যে টাইগাররা জয় পেয়েছে মাত্র তিনটি ম্যাচে। আর দলের এই ব্যর্থতার ভার নিজের কাঁধেই নিচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।



মাশরাফি মনে করেন, তার জায়গায় অন্য কেউ দলের নেতৃত্বে থাকলেও দলের ব্যর্থতার দায়ভার নিতে হত অধিনায়ককেই। যদিও দলের পারফরম্যান্স থেকে অনেক ইতিবাচক দিক খোঁজার রয়েছে বলেও মনে করেন তিনি


বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে মাশরাফি বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স অবশ্যই হয়নি। তবে ইতিবাচকতার দিকে তাকালে দেখবেন অনেক ইতিবাচক দিক আছে।’



অধিনায়ক মাশরাফি এবার যতটা সমালোচনা হজম করছেন, পুরো ক্যারিয়ারের আর কখনোই সম্ভবত এতটা সমালোচিত হতে হয়নি। তবে পারফরম্যান্স বিবেচনায় অধিনায়ক সমালোচনাকেও দেখছেন স্বাভাবিক ব্যাপার হিসেবে।
তার অভিমত, ‘অধিনায়ক হিসেবে যখন দলকে প্রত্যাশা অনুযায়ী নিয়ে যেতে না পারব তখন সমালোচনা মেনে নিতে হবে, পুরো দায়ভার আমাকে নিতেই হবে। এটাই স্বাভাবিক। আমার জায়গায় অন্য কেউ থাকলে তাকেও স্বাভাবিকভাবেই নিতে হত।’



ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে মাশরাফি জানান, ‘আমি অবশ্যই পুরো দায়ভার নিচ্ছি, নিতেও হবে। একইসাথে বলব- সমালোচনা হচ্ছে হবেই। সারা বিশ্বে, সব দেশে, যেকোনো টুর্নামেন্টে হয়। বিশ্বকাপে তো খুবই স্বাভাবিক। 

তবে এটাও বলব- কিছু ব্যাপার আমাদের পক্ষে গেলে আমাদের দল আজকে অন্য জায়গায় থাকতে পারত।’ বৃষ্টিতে একটি পণ্ড হওয়া ম্যাচসহ ৭টি ম্যাচ শেষেও টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে ছিল। যদিও শেষ দুটি ম্যাচ হেরে বাংলাদেশকে আসর শেষ করতে হয়েছে ১০ দলের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থেকে। এতে অনেক সমর্থক স্বভাবতই হতাশ হয়েছেন।


আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn  আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)

Comments