গোলাপি চুলে মেগান এখন আইকন !
মেয়েদের বিশ্বকাপ জিতেছে আমেরিকা। কিন্তু বিশ্বজয়ী টিমের ক্যাপ্টেন মেগান রাপিনো এখন বিশ্বে মেয়েদের ফুটবলের অন্যতম মুখ।
তাঁকেই লিডার মানছেন সকলে। ছেলেদের বিশ্বকাপের সঙ্গে বৈষম্যের অভিযোগ তুলে সোরগোল ফেলে দিয়েছেন মেগান। রবিবার ফাইনালে গ্যালারি থেকে আওয়াজ উঠেছে, ‘ইক্যুয়াল পে’।
৩৪ বছরের এই ফুটবলার শুধু ফুটবলার নন, সকলেই তাঁর দিকে তাকিয়ে। পরিবর্তনের মুখ হিসেবে। রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গলা মেলাননি টিমমেটদের সঙ্গে। এই বিশ্বকাপের শুরু থেকে একই ঘটনা। তা নিয়ে কম জলঘোলা হয়নি। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন।
মেগান সুর পাল্টাননি বিশ্বকাপের শেষেও। গোল করার পরে দু’হাত ছড়িয়ে তাঁর উৎসব, গোটা বিশ্বে এখন সিম্বল। ছয়টি গোল, তিনটি অ্যাসিস্ট, সোনার বল ও সোনার বুট তাঁরই দখলে। জাতীয় সঙ্গীত না গাওয়ার বিতর্কে আমেরিকার প্রেসিডেন্ট টুইটে মেগানকে উদ্দেশ্যে করে লিখেছিলেন, ‘কথা পরে হবে। নিজের কাজটা আগে করতে হবে।’ আক্ষরিক অর্থে তা করে দেখিয়েছেন মেগান।
বিশ্বকাপ জয়ের পরে আমেরিকার কোচ জিল এলিসের মন্তব্য, ‘শুধু ফুটবল নয়, আজকের যাবতীয় সবকিছুর পিছনে মেগান।’ মেগান বলেছেন, ‘আমরা যা করেছি, তা বিশ্ব ফুটবলে সেরা বিজ্ঞাপন হতে পারে। প্রত্যাশার চাইতেও বেশি। কে কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই।’ বিশ্বের সাতটি দেশের ক্লাবে খেলেছেন। অভিজ্ঞতা সমুদ্রে বিচরণ করছেন। আমেরিকার কিংবদন্তি গোলকিপার হোপ সোলোর পরেই তাঁর নাম উঠে আসছে। সেই হোপ সোলো বলছেন, ‘মেগান শুধু ফুটবলার নয়। বিশ্বের অনন্য একটি নাম।’
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
তাঁকেই লিডার মানছেন সকলে। ছেলেদের বিশ্বকাপের সঙ্গে বৈষম্যের অভিযোগ তুলে সোরগোল ফেলে দিয়েছেন মেগান। রবিবার ফাইনালে গ্যালারি থেকে আওয়াজ উঠেছে, ‘ইক্যুয়াল পে’।
সেই আওয়াজ একটা গ্যালারি থেকে আর একটা গ্যালারিতে ছড়িয়ে পড়েছে। খোদ ফিফা প্রেসিডেন্টের সামনে পর্যন্ত সমান অর্থের দাবি উঠেছে। এখানেই শেষ নয়, সোশ্যাল সাইটে মেয়েদের বিশ্বকাপের সঙ্গে ছেলেদের বিশ্বকাপের ছবি দিয়ে তুলনা করা হয়েছে। একটা কাপের ক্ষেত্রেও কী রকম বৈষম্য? সৌজন্যে মেগান।
৩৪ বছরের এই ফুটবলার শুধু ফুটবলার নন, সকলেই তাঁর দিকে তাকিয়ে। পরিবর্তনের মুখ হিসেবে। রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গলা মেলাননি টিমমেটদের সঙ্গে। এই বিশ্বকাপের শুরু থেকে একই ঘটনা। তা নিয়ে কম জলঘোলা হয়নি। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন।
মেগান সুর পাল্টাননি বিশ্বকাপের শেষেও। গোল করার পরে দু’হাত ছড়িয়ে তাঁর উৎসব, গোটা বিশ্বে এখন সিম্বল। ছয়টি গোল, তিনটি অ্যাসিস্ট, সোনার বল ও সোনার বুট তাঁরই দখলে। জাতীয় সঙ্গীত না গাওয়ার বিতর্কে আমেরিকার প্রেসিডেন্ট টুইটে মেগানকে উদ্দেশ্যে করে লিখেছিলেন, ‘কথা পরে হবে। নিজের কাজটা আগে করতে হবে।’ আক্ষরিক অর্থে তা করে দেখিয়েছেন মেগান।
বিশ্বকাপ জয়ের পরে আমেরিকার কোচ জিল এলিসের মন্তব্য, ‘শুধু ফুটবল নয়, আজকের যাবতীয় সবকিছুর পিছনে মেগান।’ মেগান বলেছেন, ‘আমরা যা করেছি, তা বিশ্ব ফুটবলে সেরা বিজ্ঞাপন হতে পারে। প্রত্যাশার চাইতেও বেশি। কে কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই।’ বিশ্বের সাতটি দেশের ক্লাবে খেলেছেন। অভিজ্ঞতা সমুদ্রে বিচরণ করছেন। আমেরিকার কিংবদন্তি গোলকিপার হোপ সোলোর পরেই তাঁর নাম উঠে আসছে। সেই হোপ সোলো বলছেন, ‘মেগান শুধু ফুটবলার নয়। বিশ্বের অনন্য একটি নাম।’
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment