বার্সাতে থাকতে চায় রাকিটিচ
ইভান রাকিটিচকে হাত বদল করতে পারে বার্সেলোনা, এমন গুঞ্জনই চলছে এখন ফুটবল জগতে। নেইমারকে দলে নেওয়ার জন্য ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে পিএসজি’র সঙ্গে বিনিময় করতে চায় কাতালানরা। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানও আছে আগ্রহীদের তালিকায়। তবে রাকিটিচ ক্যাম্প ন্যুয়ে থাকতে চান বলেই জানালেন বার্সেলোনা কিংবদন্তি সাবেক খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা।
মধ্য মাঠে ইনিয়েস্তা ও রাকিটিচ জুটি অসংখ্যবার সাফল্য এনে দিয়েছে বার্সেলোনাকে। ইনিয়েস্তা বার্সা ছেড়ে নতুন ঠিকানা বানিয়েছেন জাপানের ক্লাব ভিসেল কোবে’কে।
Also Read: লোনে আর্সেনালে দানি সেবাইয়োস
রাকিটিচ এখনও আছেন ক্যাম্প ন্যুয়ে। আর কাতালানদের হয়েই খেলে যেতে চান তিনি। ইনিয়েস্তাও চান সাবেক সতীর্থ বার্সাতেই থাকুক।
সাবেক কাতালান অধিনায়ক বলেন-
‘আমি জানি না তাকে (রাকিটিচ) বিনিময় করা হচ্ছে কিনা, কিন্তু আমি জানি সে বার্সাতে থাকতে চায় এবং এখানে সে সুখে আছে। আমি আশা করি ক্লাবে থাকবে এবং আগের মতোই ভালো খেলা চালিয়ে যাবে। এটা হলে আমি আনন্দিত হবো।’
২০১৪ সালে সেভিয়া ছেড়ে বার্সেলোনায় আসেন রাকিটিচ। ক্রোয়েশিয়ার সহ-অধিনায়কের সঙ্গে কাতালানদের চুক্তি আছে ২০২১ সাল পযর্ন্ত। বার্সার জার্সিতে ২৬৮ ম্যাচে মাঠে নেমেছেন ৩১ বছর বয়সী রাকিটিচ।
ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল ধরনের খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা
এখনও 1XBET এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment