বিভিন্ন রকমের ইঙ্গিত দিচ্ছেন নেইমার

Follow my blog with Bloglovin

নেইমার বার্সেলোনায় ফিরতে চান কি না, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই এখনো বলেননি। তা বলার মতো অবস্থায়ও তিনি নেই। তবে চলমান গুঞ্জনকে আরও গতি দেওয়ার মতো কাজ করেই চলেছেন নেইমার।  




earn some money in online- https://bit.ly/2R3mxfn (Promo- 1x_65189)



নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন। সম্ভবত কোনো বিমানবন্দরে চলতি পথে দেয়ালে নিজের ছবি দেখে নেইমার নিজেই তা মুঠোফোনে ধারণ করেছিলেন। সেই ধারণ করা ভিডিও ক্লিপে দেখা যায় নেইমারের পরনে বার্সেলোনার জার্সি। বিশাল সেই ব্যানারের এক কোণে বাইবেলের কিছু লাইনের পর্তুগিজ অনুবাদ। সময় বিবেচনায় যে লাইনগুলো খুবই তাৎপর্যপূর্ণ।



ক্যারিয়ারের খুবই কঠিন এক সময় পার করছেন নেইমার। ধর্ষণের অভিযোগ উঠেছে মাঠের বাহিরে। মাঠে উঠেছে শৃঙ্খলা আর ক্লাবের প্রতি আনুগত্যের অভাবের অভিযোগ। এর মধ্যেই নেইমার পিএসজি ছাড়তে মরিয়া। বাহিরে তাঁর সম্পর্কে নানা ধরনের কথাবার্তা। এই সময়ে নেইমারের পোস্ট করা ভিডিওতে বাইবেলের উদ্ধৃত অংশটুকুর সারমর্ম: ‘এমন কোনো অস্ত্র নেই যা তোমাকে নিরস্ত করবে, আর তোমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে যারা, তাদের তুমি ভুল প্রমাণ করবে।’  




ঠিক কার উদ্দেশে এই বার্তা, তা নেইমার বলেননি। ধারণা করা হচ্ছে, সমালোচক কিংবা পিএসজির নীতিনির্ধারকদের উদ্দেশে এই তীরটা ছুড়েছেন। পিএসজির অভিযোগ, নেইমার নিজের মাঠের চেয়ে মাঠের বাইরে মনোযোগী ছিলেন বেশি। ‘তারকার দরকার নেই, দরকার ক্লাবের জার্সির জন্য নিজেকে উজাড় করে দেবে এমন খেলোয়াড় দরকার’, পিএসজির মালিক নাসের আল খেলাইফি সরাসরিই বলেছেন কথাটা।

নেইমারের এমন ভিডিও বার্তার পর পিএসজির সঙ্গে সম্পর্ক আরও অবনতি হতে পারে। তাছাড়া নেইমার নির্দিষ্ট সময়ে পিএসজির প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেননি বলে খেপে আছে ক্লাবটি। প্রাক-মৌসুম অনুশীলনের বদলে নেইমার এখন ব্যস্ত নিজের দাতব্য সংস্থার কাজে। সেখানে গিয়ে আবার এমন কথা বলেছেন, যেটি পিএসজি শিবিরকে আরও খেপিয়ে দেবে।
নিজের ফুটবল ক্যারিয়ারের সেরা দুটি মুহূর্ত বেছে নিতে গিয়ে জাতীয় দলের হয়ে নেইমার বেছে নিয়েছেন অলিম্পিকে সোনা জেতার মুহূর্তটি। আর ক্লাব ক্যারিয়ারের সেরা মুহূর্ত হিসেবে বেছে নিয়েছেন পিএসজির বিপক্ষে বার্সেলোনার সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের ম্যাচের মুহূর্তটি। এমন এক মুহূর্ত বেছেছেন, যেটি তাঁর বর্তমান ক্লাবের জন্য চির হতাশার, চির লজ্জার। সেই ম্যাচের স্মৃতিচারণ করতে দিয়ে নেইমার এমনভাবে কথা বলেছেন, যেন তিনি বার্সেলোনার কেউ, পিএসজির নন!
নেইমার বলেছেন, ‘যখন আমরা বার্সেলোনার হয়ে পিএসজির বিপক্ষে জিতলাম, এটা ছিল....কী বলব, ম্যাচের পরে সবকিছু যেন পাগলামিতে পেয়ে বসল। আমার মনে হয় এটা আমাদের সবার জন্যই জীবনের সেরা অনুভূতির মুহূর্ত ছিল। প্যারিসের বিপক্ষে আমরা ছয়টা গোল করেছিলাম...সেদিন যে অনুভূতি হয়েছিল সেটা কখনোই হয়নি। এটা ছিল অবিশ্বাস্য।’

নেইমারকে ফেরাতে বার্সেলোনাও সক্রিয় হয়েছে বলে খবর শোনা যাচ্ছে মিডিয়ায়। আর যে প্রক্রিয়ায় বার্সেলোনা এই দলবদলটি করাতে চাইছে, সেটি আবার পছন্দ নয় নেইমারেরই ব্রাজিলিয়ান সতীর্থ ফিলিপে কোটিনহোর । নেইমারকে পেতে বার্সেলোনা যে কোটিনহোকে উৎসর্গ করতে চায়। যে তিন খেলোয়াড়কে পিএসজিকে দিয়ে দিতে চাইছে বার্সা, তার একজন কোটিনহো। কিন্তু কোটিনহোকে এত দ্রুত বিদায় করে দেওয়া হবে না—এমন আশ্বাসই নাকি দেওয়া হয়েছিল। কুতিনহোর এজেন্ট কিয়া জুরাবকিয়ান এ নিয়ে বার্সেলোনাকে অনেক কথা শুনিয়েছেন।
ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল ধরনের খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn  আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)

Comments