টুর্নামেন্ট সেরা কেন উইলিয়ামসন
Follow my blog with Bloglovin
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান, ভারতের ওপেনার রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
ইংল্যান্ডের কাছে সুপার ওভারের ম্যাচে হারলেও কিউই অধিনায়ক ৫৭৮ রান ও দুই উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন।
Also Read: ইংল্যান্ডের শিরোপা জয়
বিশ্বকাপে অধিনায়কত্ব করা যে কোনো ক্রিকেটারের জন্যই বিশেষ সম্মানের। নিজ দলকে যদি চ্যাম্পিয়ন করা যায়, তাহলে তো কথাই নেই। বিশ্বকাপের ট্রফিটা সবার আগে উঠে তার হাতেই। তবে অধিনায়কত্বের আগে প্রয়োজন ব্যাটে-বলে নিজের পারফরম্যান্স ঠিক রাখা। অধিনায়ক পারফর্ম করতে না পারলে দলের বাকিরাও ভেঙে পড়েন মানসিকভাবে।
বিশ্বকাপে অনেক রথি-মহারথি ব্যাটসম্যানই হয়েছেন দলের অধিনায়ক। তবে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এক বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি।
অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এককভাবে এখন তার দখলে। ২০০৭ সালের বিশ্বকাপে তখনকার শ্রীলংকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ১১ ইনিংসে করেছিলেন ৫৪৮ রান। এতদিন সেটিই ছিলো এক বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। এবার তাকে ছাড়িয়ে গেলেন কিউই অধিনায়ক উইলিয়ামসন।
জয়বার্ধনের চেয়ে দুই ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। চলতি বিশ্বকাপে ১০ ম্যাচের ৯ ইনিংসে ৫৭৮ রান করেছেন উইলিয়ামসন। এর আগে এক বিশ্বকাপে অধিনায়ক হিসেবে আর কেউই এতো রান করতে পারেনি।
এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ২০০৭ সালের বিশ্বকাপেই ১১ ম্যাচের ৯ ইনিংসে ব্যাটিং করে তিনি করেন ৫৩৯ রান। সেবার তার নেতৃত্বে বিশ্বকাপের চ্যাম্পিয়নও হয় অস্ট্রেলিয়া।
ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল ধরনের খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment