মাশরাফির নেতৃত্বেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগার বাহিনী
বিশ্বকাপ মিশন শেষে ০৭ জুলাই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে চলতি মাসের শেষের দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা। এই সফরেও টাইগারদের নেতৃত্বে থাকছেন মাশরাফি বিন মর্তুজা।
হাবিবুল বাশার সুমন বলেন,
‘সে (মাশরাফি) যদি ফিট থাকে অবশ্যই খেলবে। সে দলের অধিনায়ক। চোট নিয়েই মাশরাফি বিশ্বকাপ খেলেছে। তবে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে। এছাড়াও মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিমের ইনজুরির সমস্যা রয়েছে। আশা করি তারাও সুস্থ হয়ে যাবে।’
Also Read: নীরবেই চলে গেলেন বাংলাদেশ কোচ রোডস
তবে শ্রীলঙ্কা সফরে বিশ্রাম চেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তাদের বিষয়ে নির্বাচক জানান, ‘আমারা সাকিব-লিটনের বিষয় নিয়ে আলোচনা করেছি। তারা শ্রীলঙ্কা সফরে না গেলে তাদের পরিবর্তে কারা খেলবে সেটা নিয়েও কথা হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য লিটন ছুটি চেয়েছে। সাকিবও ছুটি চেয়েছে। তবে তার (সাকিব) ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব কিছুর জন্যই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই কলম্বোতে হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ২০ জুলাই ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগারদের। শ্রীলঙ্কা সফরের জন্য আগামী ১৪ জুলাই দল ঘোষণা করার কথা বিসিবি’র।
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment