নীরবেই চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট কোচ রোডস
আনুষ্ঠানিকভাবে স্টিভ রোডসকে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার সকালে বিসিবি কার্যালয়ে এসে সকল আনুষ্ঠানিকতা শেষ করেন এই ইংলিশ কোচ। যাওয়ার সময় সংবাদমাধ্যমের সাথে কোনো কথা বলেননি তিনি।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন,
‘আসলে এটা একটা আনুষ্ঠানিকতার অংশ ছিল। অভ্যন্তরীণ প্রক্রিয়ার কিছু কাজ বাকি ছিল। এছাড়া আনুষঙ্গিক অনেক বিষয় ছিল, সেগুলোর কাজ আমরা শেষ করলাম। তিনি সম্ভবত আজকেই ঢাকা ছাড়বেন।’
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন,
‘আসলে এটা একটা আনুষ্ঠানিকতার অংশ ছিল। অভ্যন্তরীণ প্রক্রিয়ার কিছু কাজ বাকি ছিল। এছাড়া আনুষঙ্গিক অনেক বিষয় ছিল, সেগুলোর কাজ আমরা শেষ করলাম। তিনি সম্ভবত আজকেই ঢাকা ছাড়বেন।’
Also Read: গ্রীজম্যান এখন বার্সালোনায়
গণমাধ্যেমের সাথে রোডসের কথা না বলার বিষয়ে প্রধান নির্বাহী বলেন, ‘স্বাভাবিকভাবেই যখন একটা সম্পর্কের ইতি হয় তখন সেখানে অনেক ব্যাখ্যা থাকে। হয়তো তিনি সেই বিষয়গুলো এড়িয়ে যেতে চেয়েছেন। এটা যার যার ব্যক্তিগত বিষয়।’
নিজামউদ্দিন বলেন, ‘কোচ খোঁজার কাজ বিসিবি শুরু করে দিয়েছে। শুধুমাত্র প্রধান কোচ নয়, অন্যান্য কোচিং স্টাফের পদ যেগুলো ফাঁকা রয়েছে সবগুলোই পূরণ করা হবে। মূলত বিসিবি ইংল্যান্ড বিশ্বকাপের কথা চিন্তা করেই কোচ নিযোগ দিয়েছিল। এবার সেসব নিয়ে বিসিবি কোনো চিন্তা করবে না।’
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment