ঘরে ফিরতে চান সাবেক বার্সাবয় নেইমার
কোথায় যাবেন নেইমার? বার্সেলোনায় ফেরাটাও এখন ঝাপসা হয়ে গেছে তার। কাতালানরা ব্রাজিলিয়ান সুপারস্টারের বদলে এনেছে ফরাসি ফরওয়ার্ড আঁতোয়া গ্রিজম্যানকে। পরে নেইমার জানালেন, ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চান তিনি। কিন্তু ওল্ড টাফোর্ডেও যাওয়া হচ্ছে না তার।
ইউনাটেডে গেলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে না ২৭ বছর বয়সী তারকাকে। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চারে না থাকায় ইউরোপা লিগে খেলতে হবে রেড ডেভিলসদের।
ইউনাটেডে গেলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে না ২৭ বছর বয়সী তারকাকে। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চারে না থাকায় ইউরোপা লিগে খেলতে হবে রেড ডেভিলসদের।
Also Read: আফ্রিকা নেশন্স কাপ চ্যাম্পিয়ন আলজেরিয়া
এদিকে মু্ন্দো দেপার্তিভো নামে এক স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, প্যারিসকে নিজের ঘর মনে করেন না নেইমার। পিএসজিতে সুখে নেই তিনি। ফরাসি ক্লাবটিতে তার ‘তারকাখ্যাতি’ ম্লান হয়ে গেছে কিলিয়ান এমবাপ্পের কাছে।
তাহলে কোথায় হতে পারে নেইমারের ঠিকানা? তার সামনে বিকল্প রাস্তা আছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এবং জুভেন্টাস। লস ব্লাঙ্কোসরা প্রথম দিকে আগ্রহ দেখালেও এখন সে জায়গা থেকে সরে এসেছে। বাভারিয়ান এবং তুরিনের কেউ এখনও তেমন কোনো জোরালো আগ্রহ দেখায়নি নেইমারের প্রতি।
তবে নেইমারের প্রথম পছন্দ পুরানো ঠিকানা বার্সেলোনা। অবশ্য বার্সা এরই মধ্যে গ্রিজম্যানের রিলিজ ক্লজ বিশাল অঙ্কের টাকা খরচ করে ফেলেছে। তারমধ্যে ১৯৮ মিলিয়ন পাউন্ডের নেইমারকে দলে নিতে হলে গুণতে হবে বিশাল অঙ্কের রিলিজ ক্লজ। এক্ষেত্রে ফিলিপে কুতিনহোর মতো তারকাকে বিনিময়কে সমাধান হিসেবে ভাবছে দুই ক্লাব।
নেইমারের ক্লাব ছাড়া নিয়ে বেশ সচেতন পিএসজি কর্মকর্তারা। গত সপ্তাহে নেইমার পিএসজি সভাপতিকে ক্লাব ছাড়া নিয়ে অনুরোধ করেছেন বলেও জানা গেছে। দ্য সান নামে এক ইংরেজি গণমাধ্যম সেই টেক্সট প্রকাশ করেছে। যেখানে লেখা, ‘আমি পিএসজি’র হয়ে আর খেলতে চাই না। আমি ঘরে ফিরে যেতে চাই, যেখান থেকে আমার চলে আসা উচিৎ হয়নি।’
নেইমারের পিএসজি ছাড়ার ইচ্ছেটা আগে থেকেই নাকি জানতেন কোচ টমাস টুখেল। গত মঙ্গলবার পিএসজির জার্মান কোচ বলেন, ‘আমি জানতাম নেইমার কোপা আমেরিকার আগে ক্লাব ছাড়তে চেয়েছেন। কিন্তু এটা ক্লাব এবং নেইমারের মধ্যকার বিষয়।’
ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল ধরনের খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment