রেফারিকে পাগল বললেন আর্জেন্টাইন ক্যাপ্টেন মেসি
কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ০-২ হেরে আর্জেন্টাইন অধিনায়ক মেসি রেফারিকে পাগল বলতেও ছাড়লেন না। তাঁর কথায়, 'কোপার সেরা ম্যাচটা এ দিনই খেললাম। আমি সতীর্থদের কাছে কৃতজ্ঞ ওরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য। কিন্তু আমাদের যাবতীয় চেষ্টাই শেষ করে দিলেন রেফারি। তাঁর পাগলামির কাছেই আমাদের হার মানতে হল।'
প্রথমে হতাশ দেখাচ্ছিল তাঁকে। পরে হতাশা কাটিয়ে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন লিওনেল মেসি।
কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ০-২ হেরে আর্জেন্টাইন অধিনায়ক মেসি রেফারিকে পাগল বলতেও ছাড়লেন না। তাঁর কথায়, 'কোপার সেরা ম্যাচটা এ দিনই খেললাম। আমি সতীর্থদের কাছে কৃতজ্ঞ ওরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য।
কিন্তু আমাদের যাবতীয় চেষ্টাই শেষ করে দিলেন রেফারি। তাঁর পাগলামির কাছেই আমাদের হার মানতে হল।' ইকুয়েদরের রেফারি রোদি জামব্রানো দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে পেনাল্টি থেকে বঞ্চিত করেন বলেই অভিযোগ। মেসির মন্তব্য, 'আমরা শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়লেও লড়াই থেকে সরিনি।
দ্বিতীয়ার্ধে গোলশোধের সুযোগ পাই আমরা। আগুয়েরোকে বক্সের মধ্যে ফেলে দেওয়া হলেও রেফারি পিছনে থাকায় তা দেখতে পাননি। আমরা ভিআর প্রযুক্তি নেওয়ার দাবি তুললেও তিনি তাতে কর্ণপাত করেননি। ফলে আমাদের হার মানতে বাধ্য করা হয়।' না থেমেই মেসি তোপ, 'কোপায় আমরা একের পর এক ভুলের শিকার হয়েছি। কখনও প্রতিপক্ষের হ্যান্ডবল দেওয়া হয়নি। কখনও আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে ফাউল দেওয়া হয়েছে। এ সব কিছুই আজ ছাপিয়ে গেল আমাদের ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করে। এমন কান্ড কোপার সেমিফাইনালে ভাবাই যায় না।' মেসি যোগ করেন, 'ব্রাজিল মোটেই আমাদের থেকে ভালো খেলেনি। ম্যাচের ফল তাই ওদের পক্ষে যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে না।'
ব্রাজিল অধিনায়ক দানি আলভেসও স্বীকার করে নেন তাঁরা খুব ভালো খেলেননি। তাঁর কথায়, 'আর্জেন্টিনা খুব কঠিন টিম। তাই আমাদের অনেক ভেবেচিন্তে চাপ নিয়ে খেলতে হয়েছে। তবে আমরা আমাদের মিশনে সফল। জয় এসেছে। এ বার লক্ষ্য কাপটা হাতে তোলা।'
তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment