সাকিব যেন ‘ধরাছোঁয়ার বাইরে’! - ওডিআই অলরাউন্ডার র্যাংকিং
আইসিসি ওডিআই র্যাংকিংয়ের শীর্ষস্থানে থেকেই সাকিব আল হাসান পাড়ি জমিয়েছিলেন বিশ্বকাপে। সেখানে নিজের অতিমানবীয় অলরাউন্ডার পারফরম্যান্সে তিনি গড়েছেন একের পর এক নতুন কীর্তি। আর এতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থানে নিজের অবস্থা আরও পাকাপোক্ত করেছেন বাংলাদেশি অলরাউন্ডার।
ব্যাট হাতে ৬০৬ রান ও বল হাতে ১০ উইকেট শিকার করে সাকিব এবারের আসরের টুর্নামেন্ট সেরার খেতাব পাওয়ার অন্যতম দাবীদার। তিনি যে তিনটি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন, বাংলাদেশ জয় পেয়েছে ঐ তিনটি ম্যাচেই। দল খুব একটা সফল না হলেও সাকিব ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। আর তার এই পারফরম্যান্স অলরাউন্ডার র্যাংকিংয়ে বাড়িয়েছে রেটিং পয়েন্ট।
Also Read: বাংলাদেশের কোচ হতে চান হাথুরুসিংহে !
বিশ্বকাপের আগে ৩৫৯ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন সাকিব। ৭ জুলাই, বিশ্বকাপের মাঝপথে হালনাগাদকৃত র্যাংকিংয়ে সাকিবের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৪০৬। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন আফগানিস্তানের রশিদ খান। তবে বিশ্বকাপে তার ম্লান পারফরম্যান্স অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ঠেলে দিয়েছে পঞ্চম স্থানে! তৃতীয় স্থানে বহাল রয়েছেন রশিদের স্বদেশী মোহাম্মদ নবী। পাকিস্তানের ইমাদ ওয়াসিমও রয়েছেন আগের জায়গায় অর্থাৎ চতুর্থ স্থানে। তবে বড় লাফ দিয়ে ইংল্যান্ডের বেন স্টোকস এখন দ্বিতীয় সেরা অলরাউন্ডার।
যদিও সাকিবের সাথে স্টোকসের পার্থক্যটাও বেশ সুস্পষ্ট! স্টোকসের রেটিং সাকিবের চেয়ে ৯০ ব্যবধানে পিছিয়ে। অর্থাৎ, ইংলিশ ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৩১৬।
একনজরে একদিনের ক্রিকেটের সেরা ১০ অলরাউন্ডার
১ম- সাকিব আল হাসান- বাংলাদেশ- ৪০৬
২য়- বেন স্টোকস- ইংল্যান্ড- ৩১৬
৩য়- মোহাম্মদ নবী- আফগানিস্তান- ৩১০
৪র্থ- ইমাদ ওয়াসিম- পাকিস্তান- ২৯৯
৫ম- রশিদ খান- আফগানিস্তান- ২৮৮
৬ষ্ঠ- জেসন হোল্ডার- ওয়েস্ট ইন্ডিজ- ২৬৪
৭ম- অ্যান্ডিলে ফেসুকায়ো- দক্ষিণ আফ্রিকা- ২৫৭
৮ম- ক্রিস ওকস- ইংল্যান্ড- ২৫৪
৯ম- সিকান্দার রাজা- জিম্বাবুয়ে- ২৫৩
১০ম- মোহাম্মদ হাফিজ- পাকিস্তান- ২৫৩
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment