ট্রিপিয়ার এখন অ্যাতলেটিকোয়
টটেনহ্যাম হটস্পার থেকে ইংল্যান্ডের ডিফেন্ডার কিরান ট্রিপিয়ার অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন।
লা-লিগার ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ট্রিপিয়ারের। ২৮ বছর বয়সী এই রাইট ব্যাককে কিনতে কত খরচ হয়েছে তা অবশ্য জানায়নি স্পেনের ক্লাবটি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই কোটি পাউন্ড গুণতে হয়েছে দলটিকে।
Also Read: মেসি হলেন ফুটবলের আদর্শ- গ্রিজম্যান
২০১৫ সালে বার্নলি থেকে টটেনহ্যামে যোগ দিয়ে দলটির হয়ে ১০০ এর বেশি ম্যাচ খেলেছেন ট্রিপিয়ার। লন্ডনের ক্লাবটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি ছিল তার।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের সেমি-ফাইনালে ওঠায় বড় অবদান ছিল ট্রিপিয়ারের। শেষ চারে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হারের ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি। আর গত মৌসুমে টটেনহ্যামের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ট্রিপিয়ারের।
এই গ্রীষ্মে তৃতীয় ডিফেন্ডার হিসেবে অ্যাতলেটিকোয় যোগ দিলেন ট্রিপিয়ার। এর আগে দুই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক ফেলিপে ও লেফট-ব্যাক রেনান লোদিকে দলে নিয়েছিলেন কোচ ডিয়েগো সিমেওনে।
ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল ধরনের খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment