তামিমের কাছ থেকে তিনটি সেঞ্চুরি প্রত্যাশা করেছিলেন- সুজন

বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের যেকোনো প্রয়োজনে পাওয়া যায় তাকে, নানা ভূমিকায়। সদ্য বিদায়ী প্রধান কোচ স্টিভ রোডসের অভাব পূরণেও হয়ত আগামী কয়েকদিন কাটাবেন ব্যস্ত সময়।




সাবেক এই ক্রিকেটার বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে মিশে আছেন রন্ধ্রে রন্ধ্রে। নিজেও একসময় লাল-সবুজ জার্সি গায়ে ক্রিকেট খেলেছেন। জাতীয় দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারের সাথেও তার বেশ সখ্যতা; সাকিব-তামিমদের দেখেন পরম স্নেহের চোখে। আর তা থেকে স্বভাবতই তৈরি হয় প্রত্যাশা।



সেই প্রত্যাশা থেকেই সাবেক এই অলরাউন্ডার বিশ্বাস রেখেছিলেন তামিম ইকবালের প্রতি। ভেবেছিলেন- বিশ্বকাপে তিনটি শতক হাঁকাবেন তামিম, হবেন আসরে দেশের সর্বোচ্চ স্কোরার। কিন্তু বাঁহাতি ওপেনার সুজনের ধারণার পাশ দিয়েও যেতে পারেননি।


এতে অন্য সবার মত সুজনও স্বভাবতই হতাশ। তামিমকে নিয়ে নিজের প্রত্যাশা কথা জানাতেও দ্বিধা বোধ করেননি। তিনি মনে করেন, বিশ্বকাপের মত বড় আসরে তিনটি শতক হাঁকানোর মত সামর্থ্য তামিমের আছে।

সুজন বলেন, ‘তামিম তার রেপুটেশন অনুযায়ী, যেরকম ব্যাটিং করা উচিৎ ছিল সেরকম ব্যাটিং করতে পারেনি। আমার মতামত যদি বলি, আমি চিন্তা করেছিলাম বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান তামিম করবে। সে যেমন ফর্মে ছিল ভেবেছিলাম তিনটা শতক হাঁকাবে। এই সক্ষমতাও ওর আছে।’ 

বিশ্বকাপে ৮ ইনিংস ব্যাট করে তামিম মাত্র একটি ইনিংসে পঞ্চাশ ছোঁয়া রান পেয়েছেন। আসন্ন শ্রীলঙ্কা সফরে তামিমকেই নিতে হবে ব্যাটিং সামলানোর দায়িত্ব। কারণ এই সিরিজে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মত সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে।


যদিও সুজনের প্রত্যাশা, দলে সব সিনিয়র ক্রিকেটারকেই পাওয়া যাবে। তিনি বলেন, ‘আমাদের সম্ভাব্য সেরা দলটাই শ্রীলঙ্কায় পাঠান উচিৎ। আমার মনে হয় ওরা থাকবে, দেশের জন্য খেলবে; সেটাই স্বাভাবিক।’

আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn  আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)

Comments