পেরুকে উড়িয়ে নবমবারের মতো কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল
ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল ব্রাজিল। ব্রাজিলের হয়ে প্রথমার্ধে গোল করেন এভার্টন সোরেস। ১৫ মিনিটে তিনি গোল করার পরে ম্যাচের ৪৪ মিনিটের মাথায় সমতা ফেরান পেরুর পাওলো গেরেরো। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন তিনি।
এরপরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল জেসুস ও একেবারে শেষে ৯০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে ৩-১ জয় এনে দেন রিচারলিসন।
৭০ মিনিটের মাথায় জেসুস ৩-১ গোলে হারিয়ে জয় পেল ১২ বছর বাদে। মারাকানা স্টেডিয়ামে এই জয় পাওয়ার আগে কোপার ফাইনাল ব্রাজিল জিতেছিল ২০০৭ সালে। তারপরে এতদিন পরে বড় জয় পেল ব্রাজিল।
পেরু শুরুটা খারাপ করেনি। তবে ব্রাজিল এদিন শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। শুরু থেকেই ছোট ছোট পাসে এগোতে থাকে ব্রাজিল। জেসুস এর সাহায্যে আসে প্রথম গোল। কোনও ভুল করেননি এভার্টন। নিয়ন্ত্রণ রেখে একেবারে চ্যাম্পিয়নের মতোই খেলছিল ব্রাজিল। তবে মাঝে মাঝে পেরুও আক্রমণে উঠে আসছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে কয়েক গোলে এগিয়ে যেতে পারত ব্রাজিল। যদি না সিলভা, আলভেস ও কুতিনহো পরপর টার্গেট মিস না করতেন। এমনকী এভার্টনের ক্রসে মাথা ছুঁইয়ে গোলে বল রাখতে ব্যর্থ হন ফিরমিনোও।
তবে ৭০ মিনিটের মাথায় দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন জেসুস। তখন পেরুর সুযোগ ছিল ম্যাচে ফেরত আসার। তবে ব্রাজিল দশজনে খেলে ম্যাচ ধরে রাখে। শেষে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন পরিবর্ত হিসাবে নামা রিচারলিসন।
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment