শ্রীলঙ্কা সিরিজে টাইগার বাহিনীর অস্থায়ী কোচ সুজন
Follow my blog with Bloglovin
জুলাইয়ের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিকেটাররা বিশ্রামের সময় পাচ্ছেন খুবই কম। তবে টাইগারদের দলে বর্তমানে নেই কোনো প্রধান কোচ। স্টিভ রোডসের সাথে চুক্তি বাতিল করেছে বিসিবি। এত দ্রুত সময়ে কোচ নিযোগ দেওয়াও সম্ভব নয়। তাই শ্রীলঙ্কা সফরে অস্থায়ী কোচ হতে পারেন খালেদ মাহমুদ সুজন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘অস্থয়ী কোচ সুজন হবেন কিনা তা আমরা চিন্তা করছি। দুই-তিনদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। কোচ খোঁজা হচ্ছে। তবে আপাতত সুজনকেই কোচ হিসেবে বেছে নিতে চেষ্টা চালাচ্ছি। আর এরমধ্যেই আমরা অন্য কোচ খুঁজবো।’
তবে খালেদ মাহমুদ সুজন আগেই জানিয়েছেন তিনি অস্থায়ী ভাবে কোচের দায়িত্ব নিতে চান না। তাই এ ব্যাপারেও নিশ্চিত ভাবে কিছু বলা হচ্ছে না।
এদিকে বর্তমানে পেস বোলিং কোচ সহ বেশ কয়েকটি কোচিং পোস্ট খালি আছে। শ্রীলঙ্কা সফরে পাওয়া যাবে না ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জিকে। তাই শ্রীলঙ্কা সফরে তার পরিবর্তে ভারতের ওয়াসিম জাফরের কথা চিন্তা করছে বিসিবি। আকরাম খান বলেন, ‘চাম্পাকা রামানায়েকে ভালো বোলিং কোচ। তাকে শ্রীলঙ্কা সফরে নিয়ে যাবো। আর ম্যাকেঞ্জিকে না পাওয়া গেলে ওয়াসিম জাফরকে সেই দায়িত্ব দেব।’
বর্তমানে রামানায়েকে বাংলাদেশ দলের দায়িত্বে আছেন। আর ওয়াসিম জাফর রয়েছেন গেম ডেভেলপমেন্টের দায়িত্বে। ইতোমধ্যে তামিম ইকবালকে নিয়ে কাজও শুরু করে দিয়েছেন তিনি।
২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।
ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল ধরনের খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘অস্থয়ী কোচ সুজন হবেন কিনা তা আমরা চিন্তা করছি। দুই-তিনদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। কোচ খোঁজা হচ্ছে। তবে আপাতত সুজনকেই কোচ হিসেবে বেছে নিতে চেষ্টা চালাচ্ছি। আর এরমধ্যেই আমরা অন্য কোচ খুঁজবো।’
Also Read: বিভিন্ন রকমের ইঙ্গিত দিচ্ছেন নেইমার
তবে খালেদ মাহমুদ সুজন আগেই জানিয়েছেন তিনি অস্থায়ী ভাবে কোচের দায়িত্ব নিতে চান না। তাই এ ব্যাপারেও নিশ্চিত ভাবে কিছু বলা হচ্ছে না।
এদিকে বর্তমানে পেস বোলিং কোচ সহ বেশ কয়েকটি কোচিং পোস্ট খালি আছে। শ্রীলঙ্কা সফরে পাওয়া যাবে না ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জিকে। তাই শ্রীলঙ্কা সফরে তার পরিবর্তে ভারতের ওয়াসিম জাফরের কথা চিন্তা করছে বিসিবি। আকরাম খান বলেন, ‘চাম্পাকা রামানায়েকে ভালো বোলিং কোচ। তাকে শ্রীলঙ্কা সফরে নিয়ে যাবো। আর ম্যাকেঞ্জিকে না পাওয়া গেলে ওয়াসিম জাফরকে সেই দায়িত্ব দেব।’
বর্তমানে রামানায়েকে বাংলাদেশ দলের দায়িত্বে আছেন। আর ওয়াসিম জাফর রয়েছেন গেম ডেভেলপমেন্টের দায়িত্বে। ইতোমধ্যে তামিম ইকবালকে নিয়ে কাজও শুরু করে দিয়েছেন তিনি।
২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।
ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল ধরনের খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)
Comments
Post a Comment