মুস্তাফিজের ভক্ত বিশ্বকাপজয়ী ফ্লেমিং

ড্যামিয়েন ফ্লেমিং, অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯ সালের বিশ্বকাপ জেতা সাবেক তারকা ক্রিকেটার। চলমান ইংল্যান্ড বিশ্বকাপ উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই মাঠ থেকে ঐ মাঠে ছুটে। খেলোয়াড়ি জীবনের ইতি ঘটলেও বিদায় জানাননি যে ক্রিকেটকে।




সেই ফ্লেমিং এবার জানালেন- বাংলাদেশ দলের তারকা পেশার মুস্তাফিজুর রহমানের বিশাল একজন ভক্ত তিনি। বাংলাদেশের চিরায়ত দক্ষ স্পিন আক্রমণভাগের সাথে মুস্তাফিজের পেস হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন, নিজের সাবেক দল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামার আগে। এছাড়া বিগত ১০ বছরে ক্রিকেটে বাংলাদেশ যেরকম উন্নতি করেছে তা অন্যান্য দলের কাছে আদর্শ হওয়ার যোগ্য বলেও মনে করেন তিনি।



চ্যানেল ২৪কে ফ্লেমিং বলেন, ‘উন্নতির ধারাবাহিকতা দেখতে হলে বাংলাদেশের পারফরম্যান্স দেখা উচিৎ। কতটা বদলেছে দলটা! বিশ্ব ক্রিকেটের সমীহ আদায় করে নেওয়া সহজ ব্যাপার নয়। এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটারের উপস্থিতি বাংলাদেশকে অন্যরকম এক দলে পরিণত করেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শক্তিমত্তার ব্যবধান অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার কম বলে মনে করেন ফ্লেমিং। টাইগারদের বোলিং ডিপার্টমেন্টের বৈচিত্রেরও করেছেন প্রশংসা। মুস্তাফিজের প্রতি নিজের ভক্তির কথা জানিয়ে ৪৯ বছর বয়সী জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব ফ্লেমিং বলেন,




বাংলাদেশ অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাবে। দলটার বোলিং বৈচিত্র্য দারুণ। স্পিনারদের পাশাপাশি মুস্তাফিজের মত পেসার যেকোনো দলের জন্য হুমকি। আমি তো ফিজের বিশাল ভক্ত!’




তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn

আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)

Comments