পাকিস্তানের গণমাধ্যমের উপর ক্ষেপেছেন মালিক

বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের রাতে শিসা বারে সময় কাটিয়েছেন শোয়েব মালিক- এমন অভিযোগে জ্যেষ্ঠ এই ক্রিকেটারকে ধুয়ে দিচ্ছে পাকিস্তানের গণমাধ্যম। সেই রাতে মালিকের সাথে দলের আরও কজন ক্রিকেটার ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।




তবে এর তীব্র প্রতিবাদ করেছেন মালিক। তার দাবি, ক্রিকেটাররা ভারত ম্যাচের আগের রাতে নয়, তার ২ দিন আগে গিয়েছিলেন সেই বারে। ২০ বছরেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটে অবদান রেখে আসছেন উল্লেখ করে মালিক পাকিস্তানি গণমাধ্যমকে শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।




পৃথক দুটি টুইট বার্তায় মালিক বলেন, ‘পাকিস্তানের গণমাধ্যমগুলোকে কবে আইনের আওতায় আনা হবে? গত ২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছি, এখন আমার ব্যক্তিজীবন নিয়ে কৈফিয়ত করতে হবে এই ব্যাপারটি দুঃখজনক।’

ভারতের কাছে পাকিস্তানের দৃষ্টিকটু হারের পর জোরাল হয়েছে মালিকদের নিয়ে সমালোচনা। তবে মালিক সমালোচনায় পরিবার টেনে না আনার অনুরোধ করেন। মালিকের সাথে ঐ শিসা বারে ছিলেন তার স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জাও।


মালিক বলেন, ‘খেলোয়াড়দের পক্ষ থেকে আমি পাকিস্তানের গণমাধ্যম ও সমর্থকদের অনুরোধ করি- অনুগ্রহ করে পরিবারের প্রতি সম্মানটুকু রাখবেন। তুচ্ছ ব্যাপারে তাদেরকে টেনে আনবেন না।’


তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn

আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)



Comments