শেষ আটে উঠে মেসি বললেন: লড়াই শুরু !
প্রথম দুটো ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে গ্রুপ টেবিলে সবার শেষে থাকা আর্জেন্টিনার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ওঠার আশা ভীষণ কমে এসেছিল। সেখান থেকে রবিবার রাতে মেসির টিম ২-০ গোলে কাতারকে হারিয়ে গ্রুপের দুই নম্বরে উঠে এসে কোয়ার্টারে খেলার যোগ্যতা অর্জন করে নিল কিছুটা অপ্রত্যাশিতভাবেই। কারণ তাদের গ্রুপে দু’নম্বরে থাকা প্যারাগুয়ে এ দিন যদি কলম্বিয়ার কাছে ০-১ না হারত, তাহলে জিতেও মেসিদের গ্রুপের তিন নম্বরে শেষ করতে হত।
তখন কোয়ার্টারে উঠতে তাকিয়ে থাকতে হত, অন্য গ্রুপের খেলার ফলের দিকে। শুক্রবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এই গ্রুপের এক নম্বর হয়েছে রদ্রিগেসের কলম্বিয়া। তিন ম্যাচ জিতে তাদের পয়েন্ট ৯।
এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ম্যাচ জেতাটা মেসিদের কাছে বেশ চ্যালেঞ্জের ছিল। তা নিয়ে বলতে গিয়ে মেসি বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস ফেরানোর জন্য এই ম্যাচটা জেতা খুব জরুরি ছিল। আমরা খুব ভালো খেলেই ম্যাচটা জিতেছি। কোপা জেতার জন্য সামনের ম্যাচগুলোতেও আমাদের এমনই ভালো খেলতে হবে।’ সঙ্গে জোড়েন, ‘কোয়ার্টার ফাইনালে ওঠাটা আমাদের কাছে প্রেরণা। এ বার আমাদের কাছে এক অন্য কোপা শুরু হল।’
কলম্বিয়ার কাছে হার, প্যারাগুয়ের সঙ্গে ড্র হওয়া ম্যাচে লিওনেল স্কলানির আর্জেন্টিনা যা খেলেছে, তার থেকে এ দিন কাতারের বিরুদ্ধে বহুগুণ ভালো খেলেছেন আগুয়েরোরা। বিশেষ করে খেলার মধ্যে নির্ভুল ব্যাপারটা বেশি ছিল। জয় দু’গোলে হলেও তা ম্যাচের আসল চেহারা নয়। কাতারের গোলে ১৭ টি আক্রমণ ছিল আর্জেন্টিনার। সেখানে কাতার মাত্র চারটি আক্রমণ করতে পেরেছিল। খেলার শুরুতেই আর্জেন্টিনা গোল পেয়ে যায়। ৪ মিনিটে গোল করেন লাওতারো মার্তিনেজ। পরের গোল আসে ৮২ মিনিটে। দূরপাল্লার জোরালো গোল করেন আগুয়েরো।
তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn
Comments
Post a Comment