অনিশ্চয়তায় মাহমুদুল্লাহ রিয়াদের বাকি বিশ্বকাপ !

আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের জয় পাওয়ার ম্যাচে বাংলাদেশের জন্য অস্বস্তির খবর হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের চোট।  ব্যাটিংয়ের সময় কাফ স্ট্রেইন চোটের কবলে পড়ে পুরো ইনিংসে আর  ফিল্ডিং করতে পারেননি তিনি।




ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছিলেন স্ক্যান করানো হবে মাহমুদউল্লাহ রিয়াদ এর। দলীয় সূত্র থেকে জানা গিয়েছে ডান উরুতে গ্রেড-১ এর চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।




আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করতে গিয়ে এ চোট পান তিনি। মাঠে ফিজিও প্রবেশ করে তাকে প্রাথমিক সেবা দিয়েছিল। সাধারণত এ চোট থেকে সেরে উঠতে এক-দুই সপ্তাহ সময় লাগলেও কতদিন বিশ্রামে থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদকে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি ফিজিও থিলান চন্দ্রমোহন।

আফগানিস্তানের বিপক্ষে ২ চারে সাজানো ৩৮ বলে ২৭ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোট নিয়েই করেছিলেন ব্যাটিং। দৌড়ে রান নিতেও সমস্যা হচ্ছিল তার। তবে সেই চোট নিয়েই দৌড়ে তিন  গুলদাবিন নাইবের বলে ধরা পড়েন মোহাম্মদ নবির হাতে। মুশফিকুর রহিমকে সাথে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন তিনি।  এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচের বাকি আছে সাতদিন।  আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ।  ৫ জুলাই লর্ডসে বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে।  সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। ম্যাচটিতে এ সিনিয়র ক্রিকেটার না খেলতে পারলে সেটি নিঃসন্দেহে বড় এক ধাক্কা হবে বাংলাদেশ দলের জন্য।
তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn  রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)

Comments