ভারতের ‘কোণঠাসা’ হওয়ার উইকেটেই খেলবে বাংলাদেশ !

আফগানিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয় ভারতকে দিয়েছে বড় বার্তা। একইসাথে টুর্নামেন্টের অন্যান্য দলগুলোকেও। খর্বশক্তির আফগানিস্তানের বিপক্ষে একদিন বিরতির পরই একই মাঠে, একই উইকেটে খেলতে নামবে বাংলাদেশ

আসরের ২৮তম ম্যাচে ছড়ি ঘুরিয়েছিলেন স্পিনাররা, বিশেষ করে আফগানিস্তানের ইনিংসে। আফগানিস্তানের মতই শক্তিশালী স্পিন আক্রমণ রয়েছে বাংলাদেশের। এই ম্যাচে তাই বাংলাদেশের স্পিনাররা প্রথমবারের মত পেতে পারেন ‘নায়ক’ বনে যাওয়ার সুযোগ।



যদিও ইতোমধ্যে সাউদাম্পটনের রোজ বোলের এই উইকেটে এক ম্যাচ খেলে ফেলেছেন বলে কিছুটা আত্মবিশ্বাস ছড়াল আফগান অধিনায়ক গুলবাদিন নাইবের কণ্ঠে। তবে নতুন ম্যাচ বলে ভালো করার শুরুটাও চান নতুনভাবে।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে এই উইকেটে খেলেছি। তবে আপনি নির্দিষ্ট দিনে কীভাবে খেলছেন, কন্ডিশন কেমন সেদিন, বিশেষ করে এই ইংল্যান্ডের কন্ডিশনে- এসব বিষয় বড় ব্যাপার। টুর্নামেন্টের আগে আমরা আবহাওয়া সম্পর্কে জানতাম না। তবে গতকাল ভালো দিন ছিল, রোদ ছিল। ম্যাচ হেরে গেলেও আমরা অনেক ভালো কিছু করেছি।’

অনুশীলনের ফাঁকে এই উইকেটে বিশেষ নজর রেখেছে বাংলাদেশও। কোচ স্টিভ রোডস জানিয়েছেন, বাংলাদেশের স্পিনাররা সুবিধা পেতে পারেন এই উইকেটে। বিশাল সীমানার কারণে বড় শটের চেয়ে দৌড়ে রান তোলাতেই দিচ্ছেন বেশি গুরুত্ব।

তিনি বলেন, ‘টিভিতে কালকের ম্যাচ দেখেছি। যেসব উইকেটে এখন পর্যন্ত খেলেছি সেই তুলনায় ধীর মনে হল। মাঠের বাউন্ডারি বড়। উইকেটও মাঠের ঠিক মাঝখানে। চার-ছক্কা বেশি না হলেও এক রানকে দুই রান, দুই রানকে তিন রান বানাতে হবে। আশা করছি বোলাররা এই উইকেটে ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’
তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn

আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)

Comments