বাংলাদেশের গর্বিত হওয়া উচিৎ; বললেন হার্শা ভোগলে
ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগাররা যে পারফরম্যান্স প্রদর্শন করেছে তাতে ম্যাচ হেরে গেলেও কষ্ট না পেয়ে গর্বিত হওয়া উচিৎ বাংলাদেশের।
বৃহস্পতিবার (২০ জুন) আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের বিপক্ষে মারকুটে বোলিং করে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে জড়ো করে ৩৮১ রান। জবাবে ছেড়ে কথা বলেনি বাংলাদেশও। মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের ইনিংস থামে ৩৩৩ রানে।
বাংলাদেশের এই রান তাড়ার লড়াকু মানসিকতাকে ‘তেজস্বী’ আখ্যা দিয়ে ভোগলে এক টুইট বার্তায় বলেন, ‘তেজস্বী হয়ে বাংলাদেশ রান তাড়ায় নেমেছিল। অনেক রান দিয়ে ফেলেছিল বল হাতে। তবে তারা এই ম্যাচ নিয়ে গর্বিত হতে পারে। অস্ট্রেলিয়াও এই ম্যাচে খুব শক্তিশালী ছিল।’
সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিস্কার রাখতে হলে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হত। হেরে যাওয়ায় এখন নিজেদের বাকি তিন ম্যাচে জয় তুলে নেওয়ার শর্তে চোখ রাখতে হবে নির্দিষ্ট কিছু ম্যাচে, নির্দিষ্ট কিছু ফলাফলের জন্য। তবে শেষ চারে যদি উঠতে ব্যর্থও হয়, তবুও পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর দল হিসেবে আসর শেষ করার সুবর্ণ সুযোগ আছে বাংলাদেশের সামনে।
র্যাংকিংয়ের সাত নম্বর দল হয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসরে এটিও নিশ্চয়ই কম অর্জন নয়!
প্রসঙ্গত, বাংলাদেশ নিজেদের পরের তিনটি ম্যাচ খেলবে এশিয়ার তিন দল আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে।
তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn
Comments
Post a Comment