নবীর কাছে বাংলাদেশ নয়, আফগানিস্তানই ফেভারিট!

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী মনে করেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তারাই থাকবেন ফেভারিট দল হিসেবে। ম্যাচের আগের দিন বিবিসি বাংলার সাথে আলাপকালে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।




র‍্যাংকিং, শক্তিমত্তা, অভিজ্ঞতা কিংবা পরিসংখ্যান বিচারে এগিয়ে আছে বাংলাদেশই। তাছাড়া বিশ্বকাপের পয়েন্ট টেবিল বলছে, বাংলাদেশের চেয়ে অনেক ম্লান পারফরম্যান্স গুলবাদিন নাইবের নেতৃত্বাধীন দলের। টাইগারদের সেমিফাইনালের সুযোগ এখনো রয়েছে, তবে নিশ্চিত হয়েছে আফগানিস্তানের বাদ পড়া।


এতকিছু সত্ত্বেও নবী যেন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন। ‘বিশ্বকাপে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই’ বলেও যেন খানিকটা অবমূল্যায়নের চেষ্টা করলেন। অবশ্য আফগান ক্রিকেটারদের বিতর্কিত শরীরী ভাষার কাছে এমন কিছু নতুনও নয়!

নবী বলেন, ‘অবশ্যই আফগানিস্তান ফেভারিট। আমাদের কিছু দল নিয়ে পরিকল্পনা ছিল, অন্য দলগুলোর মতই। কিন্তু ক্রিকেটে প্রত্যেক ম্যাচেই আপনাকে নিজের সেরাটা ঢেলে দিতে হবে।’
নিজেদের ফেভারিট দাবি করে বাংলাদেশকে আখ্যা দিলেন ‘শক্তিশালী দল’ হিসেবে। নবী বলেন, বাংলাদেশ শক্তিশালী একটি দল। বিশ্বকাপে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজেও জিতেছে। ভালো ক্রিকেট খেললে বাংলাদেশ কেন, যেকোনো দলকেই হারাতে পারি আমরা।’

নবী আরও বলেন, ‘আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে। বাংলাদেশ ও আফগানিস্তান দুটিই ভালো দল। যারা ভালো খেলবে শেষপর্যন্ত, জয়লাভ করবে তারাই।’
উল্লেখ্য, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে আজ সোমবার (২৪ জুন)।ম্যাচের ভেন্যু সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়াম। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ- https://www.bdsportsonline.ml/p/cricket-live-score.html
তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn

আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)

Comments