আর্জেন্টিনার হারে মেসিদের চরম কটাক্ষ মারাডোনার !

কোপার গেঁড়ো যেন কাটাতেই পারছে না আর্জেন্টিনা! টুর্নামেন্টের শেষ দুই সংস্করণে ফাইনালে উঠে চিলির কাছে হারতে হয়েছিল। ২০১৬-এর শতবর্ষ সংস্করণে আবার, ফাইনালে পোনাল্টি মিস করে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন মেসি। 





এবার শুরুতেই জোর ধাক্কা। কলম্বিয়ার কাছে ০-২ গোলে হার দিয়ে কোপা অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। লিওদের এমন খারাপ পারফর্ম্যান্স দেখে চরম কটাক্ষ করলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাডোনা


মেসিদের হারের পর মারাডোনা কটাক্ষ করে বলেছেন, 'ফুটবলে আর্জেন্টিনার গৌবর এবার শেষ হতে চলেছে। টোনগার মতো দেশও কোনও দিন আর্জেন্টিনাকে হারিয়ে চলে যাবে।' উল্লেখ্য ফিফা ক্রমতালিকায় ২০২ নম্বরে রয়েছে ওশিয়ানিয়ার এই দেশ। সেই দেশও আর্জেন্তিনাকে হারাতে পারে এই কটাক্ষ করে মেসির দলের কঠোর সমালোচনা করলেন মারাডোনা

কোপা আমেরিকার শেষ পাঁচ সংস্করণে চার ফাইনাল খেললেও ট্রফি জিততে পারেনি আর্জেন্টিনা। সেই সঙ্গে বিশ্বকাপেও হতশ্রী পারফর্ম্যান্স মেসিদের। ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ড্র করে আটকে গিয়েছিল মেসিরা। পরে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ হেরে বসেছিল মেসির নেতৃত্বাধীন দল । কোনও রকমে গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-১ হারিয়ে কোয়ার্টারে পৌঁছলেও ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা



মেগা টুর্নামেন্টের পর এবার কোপার মঞ্চে শুরুতেই ধাক্কা খেয়েছে মেসিরা। যা দেখার পর রেগে আগুন মারাডোনা। সেকারণে টোনগার মতো ফিফা ক্রমতালিকায় ২০০ পার করা দলের কাছেও
মেসিদের হারার আশঙ্কা করছেন দিয়েগো


তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn

আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)




Comments