পাকিস্তানকে সেমিফাইনালে আশা করা দিবাস্বপ্ন !

বিশ্বকাপে পাকিস্তানের ম্লান পারফরম্যান্সে চটেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এমনকি ফর্মহীনতায় বাদ পড়া ক্রিকেটাররাও দুঃসময়ে দলটিকে একহাত নিতে ভুলছেন না। সেই স্রোতে এবার গা ভাসিয়েছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলও।





কামরান মনে করেন, পাকিস্তানের এই দলকে নিয়ে যারা সেমিফাইনালে খেলার আশা করছিলেন তাদের সেই আশা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। একইসাথে পাকিস্তানের দুর্দশা দূর করতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধানমন্ত্রী ও একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের

কামরান বলেন, ‘লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান এবার একটি ম্যাচও জিতেনি একমাত্র জয়টি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে যেদিন আমরা প্রথমে ব্যাট করেছি এবং বড় স্কোর দাঁড় করিয়েছি। উইন্ডিজের বিপক্ষে আমাদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে।’

‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি একইসাথে ক্রিকেট বোর্ডেরও পৃষ্ঠপোষক, তাকে অনুরোধ করছি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। আমাদের অনেক ভালো ক্রিকেটার আছে। মেধার বিচারে তাদের দলে জায়গা দিলে দল অনেক ভালো করতে পারবে।’
দ্যা নেশন পত্রিকায় কামরান আকমল আরও উল্লেখ করেন, ‘পাকিস্তানের এই দলটি কখনই সেমিফাইনালে ওঠার যোগ্য ছিল না। তাই এরকম খেলোয়াড় নিয়ে সেমিফাইনালে ওঠার আশা যারা করেছিলেন তারা আসলে দিবাস্বপ্ন দেখছিলেন।’
একইসাথে অধিনায়ক সরফরাজ আহমেদেরও সমালোচনা করেন কামরান। ‘ব্যাটিং অর্ডার খুবই বাজে। সরফরাজ অধিনায়ক হয়েও সঠিকভাবে দল চালাতে পারছে না। নিজেও অনেক ভুল করছে। পাকিস্তান এখন রাউন্ড রবিন লিগে যত বেশি সম্ভব ম্যাচ জেতার চেষ্টা করুক।’– বলেন তিনি।

পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সুযোগ অবশ্য এখনও শেষ হয়ে যায়নি। তবে শেষ চারে জায়গা করে নিতে চাইলে নিজেদের ভালো খেলার পাশাপাশি কামনা করতে হবে ভালো করতে থাকা দলগুলোর অনিষ্ট। সমীকরণ বেশ কঠিন বটে!


তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn

আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)


Comments