বাংলাদেশে মুগ্ধ বিশপ ; দিলেন বোলিংয়ে উন্নতির পরামর্শ !

চলমান বিশ্বকাপের দ্বাদশ আসরে বাংলাদেশ খেলছে বড় দলের মতই। বৃহস্পতিবার (২০ জুন) অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহের বিপরীতে দারুণ লড়াই করেছে মাশরাফি বিন মুর্তজার দল। তবে বল হাতে বোলারদের বদান্যতা শেষপর্যন্ত হয়ে দাঁড়িয়েছে পরাজয়ের কারণ।



তবে ব্যাট হাতে টাইগারদের লড়াকু পারফরম্যান্স কেড়ে নিয়েছে ক্রিকেট বিশ্বের হৃদয়। ক্যারিবীয় কিংবদন্তী ইয়ান বিশপও তাই মেতেছেন টাইগার বন্দনায়। তবে বাংলাদেশের বোলিংয়ে উন্নতির জন্য দিয়েছেন পরামর্শও।

সাম্প্রতিককালে বাংলাদেশ যে লড়াকু ক্রিকেট খেলছে তা উপভোগ করছেন জানিয়ে বিশপ বলেন, ‘বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলের লড়াকু ক্রিকেট আমি বেশ উপভোগ করছি। মুস্তাফিজুর রহমান  মোহাম্মদ সাইফউদ্দিনকে সাহায্য করার মত কিছু পেসার যদি তারা তৈরি করতে পারে তাহলে তারা আরও অসাধারণ দলে পরিণত হবে।’


ভারতের পেস আক্রমণভাগ নিয়েও একসময় ছিল দুশ্চিন্তা। তবে বর্তমানে উপমহাদেশের দেশ ভারতের পেস আক্রমণভাগকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে গণ্য করেন অনেকে। বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতির জন্য ভারতকে অনুসরণের পরামর্শ দেন বিশপ।

তিনি বলেন, ‘পেস আক্রমণ প্রতিষ্ঠা করার জন্য ভারত যা করেছে, তার আদর্শ কী হতে পারে?’ - Twiiter Post @irbishi


তাছাড়া-

আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn

আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)



Comments