উইলিয়ামসনের স্পোর্টসম্যানশিপ নিয়ে উঠেছে প্রশ্ন !

বুধবার (১৯ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় নিউজিল্যান্ড। শতক করে ম্যাচ সেরা হয়েছেন কিউই কেন উইলিয়ামসন। তবে ব্যাটে বল লেগে উইকেটরক্ষকের হাতে জমা পড়লেও আম্পায়ার সাড়া না দেয়ায় নীরব ছিলেন উইলিয়ামসনও। এই ঘটনায় তার স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার পল অ্যাডামস





বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ২৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৮০ রানের মধ্যে ৪ কিউই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলছিলেন প্রোটিয়া বোলাররা। তবে সেই পথে দেয়াল হয়ে দাঁড়ান নিউজিল্যান্ডের দলনেতা উইলিয়ামসন। ধৈর্য্যশীল ইনিংস খেলে অর্ধশতক তুলে এগিয়ে যেতে থাকেন নিজের শতক ও দলের জয়ের দিকে।

শেষ পর্যন্ত শতক করে ও দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। তবে তার অপরাজিত ১০৬ রানের ইনিংসটি বিতর্কিত হয়ে উঠেছে। ইনিংসের ৩৮তম ওভারে ইমরান তাহিরের একটি বল ঠিকমত ব্যাটে-বলে সংযোগ করতে ব্যর্থ হন তিনি। সেটা যেয়ে জমে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে। কিন্তু এটিকে ‘নট আউট’ বলেন আম্পায়ার।


পরে টিভি রিপ্লেতে দেখা যায় বলটি উইলিয়ামসনের ব্যাট ছুঁয়েই ডি ককের হাতে জমা হয়েছিল। সুতরাং এটিকে আউট দেওয়া উচিত ছিল। সাবেক প্রোটিয়া ক্রিকেটার অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বল ব্যাটে লাগার ছবিসহ এক বার্তায় প্রশ্ন ছুঁড়ে দেন, ‘উইলিয়ামসন কেন মাঠ ছাড়লেন না?’ 

পরে আবারো টুইট করে অ্যাডাম বলেন, ‘তখন না ফেরার পরে যদি মানকাড আউট হয়ে ফিরতেন উইলিয়ামসন তাহলে তার নিশ্চয়ই খারাপ লাগত।’


তবে এই ঘটনায় প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি কাউকে দোষী করেননি। তখন রিভিউ না নেয়া এবং উইলিয়ামসনের না ফেরা সম্পর্কে ডু প্লেসি বলেন, ‘এটা নিয়ে আমরা সতর্ক ছিলাম না। আমি তখন কুইন্টনকে জিজ্ঞেস করেছিলাম। সে অতটা কাছে থেকেও বুঝতে পারিনি। এমনকি কেন (উইলিয়ামসন) নিজেও বুঝতে পারেনি। পরে আমি এটা দেখেছি।’




তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn

আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)

Comments