‘সাকিবকে থামাতে পারবে- এমনটি কেউ বলতে পারবে না’
বাংলাদেশ দলকে হুংকার দিলেও আফগান অধিনায়ক গুলবাদিন নাইব টাইগারদের আগ্রাসী ক্রিকেটের প্রশংসা করেছেন। একইসাথে সংবাদ সম্মেলনে গেয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের স্তুতি।
ভারতের বিপক্ষে হেরে গেলেও লড়াকু ক্রিকেট যেন আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আফগানিস্তানের। আফগান অধিনায়ক অবশ্য বাংলাদেশকে সমীহ করছেন। তবে নিজেদের দিনে তারাও যে ভয়ঙ্কর, দিয়ে রেখেছেন সেই হুংকার।
ভারতের বিপক্ষে হেরে গেলেও লড়াকু ক্রিকেট যেন আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আফগানিস্তানের। আফগান অধিনায়ক অবশ্য বাংলাদেশকে সমীহ করছেন। তবে নিজেদের দিনে তারাও যে ভয়ঙ্কর, দিয়ে রেখেছেন সেই হুংকার।
বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে ফর্মে থাকা সহ-অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে তিনি বলেন, ‘সাকিবকে থামাতে পারবে- এমনটি কেউ বলতে পারবে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার সাথে নবী ও রশিদ খেলেছে। কাল তার দিন হলে তো ভালো খেলবে। তবে আমাদের দিন হলে প্রতিপক্ষের সবার জন্যই কঠিন।’
তবে আজকের দিনটাকে (২৪ জুন) আফগানিস্তানের দিন করে তুলতে মরিয়া তিনি, সেজন্য চাইছেন ভারত ম্যাচের মতই স্পিন বান্ধব কন্ডিশন।
নিজেদের স্পিন আক্রমণকে ‘বিশ্বের অন্যতম সেরা’ আখ্যা দিয়ে নাইব বলেন, ‘বাংলাদেশকে দেখে আমি মুগ্ধ। তারা দারুণ শুরু করেছে। উইকেট স্পিনারদের অনুকূলে থাকলে আমরা ম্যাচ কঠিন করে তুলতে পারি। আমাদের স্পিন আক্রমণ বিশ্বের মধ্যে অন্যতম সেরা। উইকেট স্পিনারদের পক্ষে থাকলে সোমবার আফগানিস্তানের দিন হবে।’
তবে নাইবের কণ্ঠে বিশেষভাবে ঝরেছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশংসা। তার নেতৃত্বে বাংলাদেশ ভালো করছে উল্লেখ করে আফগান অধিনায়কের বক্তব্য, ‘গত কয়েক বছর ধরে দারুণ করছে বাংলাদেশের ক্রিকেট। বিশেষত মাশরাফির অধিনায়কত্বে। তিনি দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন। প্রত্যেক বিভাগেই তাদের উন্নতি হচ্ছে। ব্যাটিংয়ে তারা অনেক এগিয়ে গেছে।’
বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ- https://www.bdsportsonline.ml/p/cricket-live-score.html
তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn
Comments
Post a Comment