মেসিদের 'কাঁটা'এক আর্জেন্টেনীয় !
প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ০-২ হারার পর কাল আর্জেন্তিনার কাছে মরণ বাঁচন ম্যাচ কোপা আমেরিকায়। প্যারাগুয়ের বিরুদ্ধে এই ম্যাচে জিততে না পারলে মেসিদের ছিটকে যেতে হতে পারে এই টুর্নামেন্ট থেকে। লিওনেল স্কালোনির আর্জেন্তিনা চার টিমের গ্রুপ লিগের টেবিলে রয়েছে সবার শেষে।
মেসি অবশ্য আগের ম্যাচের কথা মাথায় নিতে নারাজ। তাঁর কথায়, 'সামনে যে ম্যাচটা আসছে আমরা সেটা নিয়েই ভাবছি।'
আর্জেন্টিনার এমন পরিস্থিতিতে বড় কাঁটা এক আর্জেন্টেনীয়ই। তিনি হলেন মানুয়েল এদুয়ার্দো বারিজ্জো। ৪৯ বছর বয়সী বারিজ্জো প্যারাগুয়ের কোচ হয়েছেন চলতি বছরেই। আর্জেন্টিনার জার্সিতে তিনি দেশের ডিফেন্স সামলেছেন ১৯৯৬ সাল থেকে ২০০০ পর্যন্ত। এখন তাঁর লক্ষ্য আর্জেন্টিনার ডিফেন্স ভাঙা। বারিজ্জোর কথায়, 'আর্জেন্টিনা নিয়ে এখন আমার কোনও মাথাব্যথা নেই। আমির পুরোপুরি নজর প্যারাগুয়ে টিম নিয়েই। আমি আমার টিমের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী।'
প্যারাগুয়ে প্রথম ম্যাচে কাতারের বিরুদ্ধে ২-০ এগিয়েও ২-২ ড্র করে। ফলে লিগ টেবিলে এশিয়ার আমন্ত্রণী টিমও আর্জেন্টিনার থেকে এগিয়ে। এই অবস্থায় কোয়ার্টার ফাইনালে ওঠার জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকতে মেসিদের বৃহস্পতিবার জিততেই হবে। প্রচন্ড চাপের মধ্যে থাকা আর্জেন্টিনা শিবির অবশ্য আশাবাদী এই ম্যাচে ঘুরে দাঁড়ানো নিয়ে।
মেসি অবশ্য আগের ম্যাচের কথা মাথায় নিতে নারাজ। তাঁর কথায়, 'সামনে যে ম্যাচটা আসছে আমরা সেটা নিয়েই ভাবছি।'
আর্জেন্টিনার এমন পরিস্থিতিতে বড় কাঁটা এক আর্জেন্টেনীয়ই। তিনি হলেন মানুয়েল এদুয়ার্দো বারিজ্জো। ৪৯ বছর বয়সী বারিজ্জো প্যারাগুয়ের কোচ হয়েছেন চলতি বছরেই। আর্জেন্টিনার জার্সিতে তিনি দেশের ডিফেন্স সামলেছেন ১৯৯৬ সাল থেকে ২০০০ পর্যন্ত। এখন তাঁর লক্ষ্য আর্জেন্টিনার ডিফেন্স ভাঙা। বারিজ্জোর কথায়, 'আর্জেন্টিনা নিয়ে এখন আমার কোনও মাথাব্যথা নেই। আমির পুরোপুরি নজর প্যারাগুয়ে টিম নিয়েই। আমি আমার টিমের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী।'
প্যারাগুয়ে প্রথম ম্যাচে কাতারের বিরুদ্ধে ২-০ এগিয়েও ২-২ ড্র করে। ফলে লিগ টেবিলে এশিয়ার আমন্ত্রণী টিমও আর্জেন্টিনার থেকে এগিয়ে। এই অবস্থায় কোয়ার্টার ফাইনালে ওঠার জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকতে মেসিদের বৃহস্পতিবার জিততেই হবে। প্রচন্ড চাপের মধ্যে থাকা আর্জেন্টিনা শিবির অবশ্য আশাবাদী এই ম্যাচে ঘুরে দাঁড়ানো নিয়ে।
টিমের তারকা এনহেল ডি মারিয়া বলেছেন, 'এমন পরিস্থিতির মধ্যে আমরা আগেও পড়েছি। সেখান থেকে বেরিয়েও এসেছি। এ বারও বেরিয়ে আসব।' সঙ্গে জুড়েছেন, 'প্রথম ম্যাচে আমরা হারলেও খারাপ খেলিনি। প্রচুর সুযোগ তৈরি করেছি। সেটাই আমাদের ভরসা যোগাচ্ছে।' আর্জেন্টিনার কোচ স্কালোনির মন্তব্য, 'প্রথম ম্যাচে হারায় হাহাকার করার মতো অবস্থা আসেনি। দুটো ম্যাচ বাকি আছে। সেই ম্যাচের জন্য আমার টিম তৈরি।'
তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এবং কোপা আমেরিকা এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn
Comments
Post a Comment