বল হাতে ‘শতক’ করলেন রশিদ খান

 আইসিসি ক্রিকেট বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বল হাতে খরুচে ছিলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে খরুচে বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এ আফগান তারকার নাম।


টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে দ্যুতি ছড়াতেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। এবার সেটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচই হোক কিংবা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে টি-টোয়েন্টি ফরম্যাটের চেয়ে ওয়ানডে ফরম্যাটটা ভিন্ন। সেখানে মুদ্রার উলটো পিঠ দেখলেন রশিদ। ম্যানচেস্টারে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন রশিদ খান!


টি-টোয়েন্টিতে বল হাতে দ্যুতি ছড়ানো রশিদ ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারের পুরো কোটা পূরণ না করেই দিয়েছেন ১১০ রান! এইদিন তো ইংল্যান্ড ব্যাটসম্যানরা কোন পাত্তাই দেননি রশিদকে। ৯ ওভার বল করে কোন উইকেট না পেয়ে ১১০ রান দিয়েছেন রশিদ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তৃতীয় খরুচে বোলার হিসেবে নাম লিখিয়েছেন রশিদ।

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার অস্ট্রেলিয়ার লুইস। ২০০৬ সালে জোহানাসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভার বল করে ১১৩ রান দিয়েছিলেন লুইস। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ২০১৬ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভার বল করে ১১০ রান দিয়েছেন ওয়াহাব।

সবচেয়ে খরুচে বোলারের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের ভুবেনেশ্বর কুমার। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৬ রান দিয়েছিলেন তিনি।
রশিদ খানের এ বাজে দিনে রান পাহাড় গড়েছে ইংল্যান্ড। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯৭ রান করেছে ইংল্যান্ড দল।
তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn

আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189)

Comments