বাজে ফিল্ডিংয়ে ফিটনেসের দায় দেখছেন না অধিনায়ক
দ্বাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত যে তিনটি ম্যাচে হেরেছে বাংলাদেশ, তার সবকটিতেই কমবেশি দায় ছিল ভুল ফিল্ডিংয়ের। ব্যাট-বল হাতে খেলোয়াড়রা সাধ্যমত চেষ্টা করলেও ফিল্ডিংয়ের ছোটখাটো ভুল দিনশেষে বড় হয়ে উঠছে, হয়ে উঠছে ম্যাচ হারের কারণ।
বিশ্ব ক্রিকেটে পথচলার অনেকদিন হলেও এখনো এমন মিস ফিল্ডিংয়ের কারণ কি? অনেকের আঙুলই খেলোয়াড়দের ফিটনেসের দিকে। বড় দলগুলোর সাথে খেললে স্পষ্ট হয়ে উঠে বাংলাদেশের ফিল্ডিংয়ের দৈন্যদশা।
বিশ্ব ক্রিকেটে পথচলার অনেকদিন হলেও এখনো এমন মিস ফিল্ডিংয়ের কারণ কি? অনেকের আঙুলই খেলোয়াড়দের ফিটনেসের দিকে। বড় দলগুলোর সাথে খেললে স্পষ্ট হয়ে উঠে বাংলাদেশের ফিল্ডিংয়ের দৈন্যদশা।
তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, ফিটনেস নয় বরং খেলোয়াড়দের চাপ বা দুশ্চিন্তাই ফিল্ডিংয়ে ভুলের কারণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘যারা ইঞ্জুরিতে ছিল তারা তো ম্যাচের বাইরেই ছিল। মোসাদ্দেক এবং সাইফউদ্দিনের অনেক সমস্যা হচ্ছিল, এজন্য খেলতে পারেনি। বাকি যারা খেলেছে মোটামুটি ঠিক আছে।’
মাঠে ক্রিকেটাররা সিদ্ধান্ত নিতে কখনো কখনো কঠিন হয়ে যায়। তা থেকে হয় মিস ফিল্ডিং, যা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচের পার্থক্য গড়ে দেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ কিছু মিস ফিল্ডিংয়ের পাশাপাশি দৃষ্টিকটু ছিল ডেভিড ওয়ার্নারের ইনিংসের শুরুতে সাব্বিরের ক্যাচ হাতছাড়া করা।
মাশরাফি বলেন, ‘অনেক সময় খেলোয়াড়রা দুশ্চিন্তায় থাকে, নার্ভটা আমরা ধরে রাখতে পারি না। এটাও হতে পারে। বল তুলে নেওয়ার সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। কোন প্রান্তে বল পাঠাবে এটাও ভাবতে হয়।’
অ্যারন ফিঞ্চ বোলিং প্রান্তের বেশ খানিকটা দূর থেকে দুর্দান্ত এক থ্রোতে রানআউট করেছিলেন সৌম্য সরকারকে। তার উদাহরণ দিয়ে মাশরাফির ভাষ্য, ‘ফিঞ্চ অপেক্ষা করে এরপর থ্রো করেছে। এসব সিদ্ধান্ত নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ঐ নার্ভটা অনেক সময় আমরা ধরে রাখতে পারিনি- এটা একটা কারণ হতে পারে।’
তাছাড়া-
আইসিসি (ICC) ওয়ার্ল্ড কাপ ২০১৯ এর সকল খেলায় আপনার আয় নিশ্চিত করতে এখনি আমাদের সাইটে ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn





Comments
Post a Comment